প্রচণ্ড তুষারঝড়ে কবলে পড়েছে জাপান। গত বুধবার থেকে দেশের উত্তর-পশ্চিমাংশে চলছে এই তুষারঝড়। কোথাও কোথাও সাড়ে ছয় ফুট পুরু বরফ জমে গিয়েছে রাস্তার উপরে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, টোকিও থেকে নিগাতা যাওয়ার সংযোগকারী কানেৎসু এক্সপ্রেসওয়েতে তুষারঝড়ের জেরে বুধবার থেকেই আটকে রয়েছে শত শত গাড়ি। তার মধ্যেই রাত কাটাতে হচ্ছে যাত্রীদের। তাদের পাশে দাঁড়িয়েছে জাপানের সেল্ফ ডিফেন্স ফোর্সেস। যাত্রীদের খাবার, কম্বল পৌঁছে দিচ্ছে তারা।
জাপানের আবহাওয়া দপ্তর আগেই সতর্কবার্তা দিয়েছিল শুক্রবার পর্যন্ত ভারী তুষারপাত হবে। কোথাও কোথাও তুষারধসও নামতে পারে। সংবাদ সংস্থা এনএইচকে সূত্রে খবর, গত তিন দিনে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে নিগাতা এবং গুনমাতে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ১০ হাজারেরও বেশি বাড়িতে। পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়ায় সরকার জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।
#Japan_Snowfall #climate_change2020
Subscribe to Channel YouTube :
⭐
Follow Us:
News update visit our website ►
Like Dhakatimes24.com on Fb ►
Follow us on Twitter ►
Follow us on ln ►
